কথা দাও তুমি থাকবে পাশে – Imran & Kona
মন আঁকছে তোমার ছবি ধীরে ধীরে
মন ডাকছে তোমারি নাম ধীরে ধীরে
টুকরো সুখের নকশা-তে
মেঘে তোমায় ভাসা-তে
জেগেছে ঘুমানো আশা
স্বপ্ন বিভোর ঝর্না-তে
মেঘে তোমায় ভাসা-তে
মেশাবো ভালোবাসা..
কথা দাও তুমি থাকবে পাশে
কথা দাও তুমি রাখবে পাশে
কথা দাও তুমি ডাকবে কাছে
কথা দাও তুমি থাকবে কাছে
তুমি হেসে তাকালে আলো-হাসি শিশিরে
তোমায় ভেবে আরাধনা
রুদ্র দরালে দূর-নীলিমার ভিড়ে
সাজাই তোমার কল্পনা
টুকরো সুখের নকশাতে
মেঘে তোমায় ভাসাতে
জেগেছে ঘুমানো আশা
স্বপ্ন বিভোর ঝর্নাতে
মেঘে তোমায় ভাসাতে
মেশাবো ভালোবাসা..
কথা দাও তুমি থাকবে পাশে
কথা দাও তুমি রাখবে পাশে
কথা দাও তুমি ডাকবে কাছে
কথা দাও তুমি থাকবে কাছে
না না না..
তুমি হাত বাড়ালে
চাঁদ নামে দিঘিতে
অনুভবে তোমার মায়া
রাতের খেয়ালে জোছনার পালকিতে
সাজাই তোমারি ছায়া
টুকরো সুখের নকশাতে
মেঘে তোমায় ভাসাতে
জেগেছে ঘুমানো আশা
স্বপ্ন বিভোর ঝর্নাতে
মেঘে তোমায় ভাসাতে
মেশাবো ভালোবাসা..
কথা দাও তুমি থাকবে পাশে
কথা দাও তুমি রাখবে পাশে
কথা দাও তুমি ডাকবে কাছে
কথা দাও তুমি থাকবে কাছে