কত সহজেই যে পর হওয়া যায়
কত সহজেই যে পর হওয়া যায়
কত সহজেই যে পর হওয়া যায়
তুমি তা শেখালে, জানলাম বাঁধা ঘর
অনায়াসে ভেঙ্গে দেওয়া যায়।
কতো সহজেই যে পর হওয়া যায়
কতো সহজেই যে পর হওয়া যায়
তুমি তা শেখালে
জানলাম বাঁধা ঘর,
অনায়াসে ভেঙ্গে দেওয়া যায়,
কতো সহজেই যে পর হওয়া যায়।।
যে ফুল ফোটাতে হয় যত্ন করে
আলো আর বাতাসের, কতো আদরে,
যে ফুল ফোটাতে হয় যত্ন করে
আলো আর বাতাসের, কতো আদরে,
তুমি যে শেখালে সেই,
ফুটে ওঠা ফুল,
খুশিমতো ছিঁড়ে ফেলা যায়।
কতো সহজেই যে পর হওয়া যায়,
কতো সহজেই যে পর হওয়া যায়।।
যে প্রেম জীবনে আসে বহু সাধনায়
অনেক আনন্দে, বহু বেদনায়,
যে প্রেম জীবনে আসে বহু সাধনায়
অনেক আনন্দে, বহু বেদনায়,
তুমি যে শেখালে সেই,
বুক ভরা প্রেম,
মাটি তে যে ছুঁড়ে ফেলা যায়।
কতো সহজেই যে পর হওয়া যায়
কতো সহজেই যে পর হওয়া যায়,
তুমি তা শেখালে, জানলাম বাঁধা ঘর,
অনায়াসে ভেঙ্গে দেওয়া যায়।
কতো সহজেই যে পর হওয়া যায়,
কতো সহজেই যে পর হওয়া যায়।