কত রঙের হাতছানি
কত রঙের হাতছানি
কত জনের খবর জানি
তোমার মনের রঙ তুলিতে
আমি যে হয়েছি রানি
জুজুম জড়রা….জুজুম জড়রা
কত রঙের হাতছানি
কত জনের খবর জানি
আমার মনের রঙ তুলিতে
তোমায় এঁকেছি রানি
আমার প্রিয়, সাদা কালো
হাজার লোকের ভিড়ে
তোমায় ভাসি ভালো..
তোমায় ভাসি ভালো..
জুজুম জড়রা….জুজুম জড়রা
কোনো এক রোদেলা বিকেল
হাওয়ার মতো কাছে এলে…হায়
কোনো এক রোদেলা বিকেল
হাওয়ার মতো কাছে এলে…
সব কিছু ফেলে, সোনালি বিকেলে
সব কিছু ফেলে…সোনালি বিকেলে
মন তোমাতে হারালো..
আমার প্রিয়, সাদা কালো
হাজার লোকের ভিড়ে..
তোমায় ভাসি ভালো..
তোমায় ভাসি ভালো..
রাখি সব, হৃদয়ে লুকিয়ে
ছায়ার মতো মায়া দিয়ে…হায়
রাখি সব, হৃদয়ে লুকিয়ে
ছায়ার মতো মায়া দিয়ে…
সব কথা নিয়ে, সীমানা ছাড়িয়ে
হো.. সব কথা নিয়ে..সীমানা ছাড়িয়ে
দিন তোমাতে ফুরালো..
আমার প্রিয়, সাদা কালো
হাজার লোকের ভিড়ে
তোমায় ভাসি ভালো..
তোমায় ভাসি ভালো..
কত রঙের হাতছানি
কত জনের খবর জানি
আমার মনের রঙ তুলিতে
তোমায় এঁকেছি রানি..[x২]