কত বার বোঝাবো বল
কত বার বোঝাবো বল
কত বার জানাবো বল,
নিঃস্ব এ জীবনে
শুধু তুই আমার সম্বল।
যতনে রেখেছি তোকে মনের গভীরে
তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল।
কত বার বোঝাবো বল
কত বার জানাবো বল,
নিঃস্ব এ জীবনে
শুধু তুই আমার সম্বল।।
এক পা দু পা করে তুই এলি এ মনে
শেখালি আমাকে ভালোবাসার মানে,
এক পা দু পা করে তুই এলি এ মনে
শেখালি আমাকে ভালোবাসার মানে।
স্বপ্নে দেখেছি তোকে দু’চোখ ভরে
তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল।
কত বার বোঝাবো বল
কত বার জানাবো বল,
নিঃস্ব এ জীবনে
শুধু তুই আমার সম্বল।।
মেঘে ডাকা মনে এলি রোদ ওঠাতে
মুছে গেছে ব্যাথা শুধু তোর কথাতে,
মেঘে ডাকা মনে এলি রোদ ওঠাতে
মুছে গেছে ব্যাথা শুধু তোর কথাতে।
জীবনে পেয়েছি তোর প্রেম সাথীরে
তোর সাড়া না পেলে হয় মন বড়ই চঞ্চল।
কত বার বোঝাবো বল
কত বার জানাবো বল,
নিঃস্ব এ জীবনে
শুধু তুই আমার সম্বল।।