ও মধু ও মধু আই লাভ ইউ
Hey you, listen to me
you are my love
জানো তুমি (x4)
তুমি তুমি তুমি করে জেগে থাকি রাত ভোরে
লাল–নীল স্বপ্নের ভীড়
দুজনেই কাছাকাছি বালুচর জুড়ে আছি
হোতে চাই একলা নিবীড়।
ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ
ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ।
তুমি তুমি তুমি করে,
জেগে থাকি রাত ভোরে
লাল–নীল স্বপ্নের ভীড়
দুজনেই কাছাকাছি, বালুচর জুড়ে আছি
হোতে চাই একলা নিবীড় ..
কাটছে না দিন তোর কথা না ভেবে
ঘুম ভোরের আকাশ তোর ছবি হাতড়াবে
মুখ–মুখী ক্যানভাসে জলরঙে মন ভাসে
পাল তুলে ইচ্ছে জাহাজ
ছুটি ছুটি মন ওড়ে ছুটে যাবো তোর ঘরে
তুই হলি আমার যে আজ ..
ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ
ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ।
তুমি তুমি তুমি করে,
জেগে থাকি রাত ভোরে
লাল–নীল স্বপ্নের ভীড়
দুজনেই কাছাকাছি, বালুচর জুড়ে আছি
হোতে চাই একলা নিবীড় হে ..
ভাঙছে না ঘুম,
আর চোখে তোর হাসি
মুখ মনের আলোর,
মন কেড়ে নেয় কার বাঁশি
চুপিচুপি পাশাপাশি, আলগোছে ভালোবাসি
খুশি এলো হঠাৎ যে রাশ
চোখে চোখে ইশারাতে বেহিসাবি মন মাতে
এলো যে হঠাৎ মধুমাস
ও মধু, ও মধু আই লাভ ইউ, আই লাভ ইউ
ও মধু, ও মধু আই লাভ ইউ, আই লাভ ইউ।