ওরে মাটির মানুষ রে তোরা করিস না রে বাহানা – Sahriar Rafat
ওরে মাটির মানুষ রে তোরা
করিস না রে বাহানা (x২)
ও তোরা আল্লাহ চান
ও তোরা খোদা চান (x২)
নাটাই একটাই ধইরা রাখা
ছাইরা দিছে ঘুরি রে..
সুতা টুকু কাইট দিলে
কোথায় যাইব উইর্যা রে (x২)
ওরে মাটির মানুষ রে তোরা
করিস না রে বাহানা (x২)
ও তোরা আল্লাহ চান
ও তোরা খোদা চান
দুই-চোখ মেলিয়া চাইয়া রয়েছেন
উপর থেকে মহাশয়
তারে ছাড়া এই দুনিয়ায়
পাবি রে আর কিসের ভয় (x২)
ওরে মাটির মানুষ রে তোরা
করিস না রে বাহানা
ও তোরা আল্লাহ চান
ও তোরা খোদা চান (x৪)