ওরে প্রিয়া রে – Raj Barman

বল কোথায় ছিলিস তুই
তোর চিন্তা যে শুধুই
নিয়ে রোদেলা বাতাসে
নীল-আকাশে স্বপ্ন ছুঁই
চল কোথায় সুখের দেশ
নিয়ে প্রেমেরি আবেশ
মেখে আদরে দু-চোখে
আল্প তোকে আঁকব বেশ

ইচ্ছেরি আদরে
বেঁধে রাখি তোকে প্রেম-ডোরে
নদীর এ কিনারে
দেখা হবে সাজনা-রে
দিচ্ছে গল্পে আলো
তোরি নামে বর্ষা ডাক পাঠালো
রংধনু হারালো ঠিকানা

ওরে প্রিয়া রে (x৭)
ওরে প্রিয়া

লেখা তোরি গানে
কবিতা-রা জানে
বে-ইন্তেহান যে
তোকে খুঁজে প্রাণে

মেঘেরি পাহাড়ে
খুঁজি বার বার
মান বাওয়ারা-রে
কিছু বোঝে না রে

ইচ্ছেরি আদরে
বেঁধে রাখি তোকে প্রেম-ডোরে
নদীর এ কিনারে
দেখা হবে সাজনা-রে
দিচ্ছে গল্পে আলো
তোরি নামে বর্ষা ডাক পাঠালো
রংধনু হারালো ঠিকানা

ওরে প্রিয়া রে (x৭)
ওরে প্রিয়া

রুজি তোরি নামে
খুঁজে-ফিরি মানে
ইস্কানা ইয়াদে
জাগে তোরি টানে
একা এ দুপুরে
ডাকি সুরে সুরে
মান মাহিয়া-রে
দূরে কেন দূরে

ইচ্ছেরি আদরে
বেঁধে রাখি তোকে প্রেম-ডোরে
নদীর এ কিনারে
দেখা হবে সাজনা-রে
দিচ্ছে গল্পে আলো
তোরি নামে বর্ষা ডাক পাঠালো
রংধনু হারালো ঠিকানা…

ওরে প্রিয়া রে (x৭)
ওরে প্রিয়া

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *