ওরে পিয়া ওরে পিয়া
জড়িয়ে ধরে রেখেছি তোকে
হারানোর ভয়ে
জমিয়ে রেখেছি ছবি
মনেরি খাতায়
ওরে পিয়া.. ও রে পিয়া..
মোরে পিয়া.. মোরে-পিয়া..
জড়িয়ে ধরে রেখেছি তোকে
হারানোর ভয়ে
জমিয়ে রেখেছি ছবি
মনেরি খাতায়
খামখেয়ালি তুই তাকালে
তোর বৃষ্টিতে ভিজবে হিয়া..
ওরে পিয়া.. ও রে পিয়া..
মোরে পিয়া.. মোরে-পিয়া..
বুকের ভেতর
গড়েছি এক আজব-নগর
আয় ছুঁটে আয়
ঘেরাবো তোকে সেই শহর
খামখেয়ালি তুই তাকালে
তোর বৃষ্টিতে ভিজবে হিয়া..
ওরে পিয়া.. ও রে পিয়া..
মোরে পিয়া.. মোরে-পিয়া..
নতুন করে
পেয়েছি তোকে দু-হাত ভরে
ছাড়বো না আর
বাকিরা সব যাক শোরে
খাম-খেয়ালি তুই তাকালে
তোর বৃষ্টিতে ভিজবে হিয়া..
ওরে পিয়া.. ও রে পিয়া..
মোরে পিয়া.. মোরে-পিয়া..