এ কেমন ভালোবাসা জানি না আজীবন দিলো যে কান্না

এই আমাকে কাঁদাতে গিয়ে
নিজেই তুমি কেঁদে ফেলো
তোমাকে কাঁদতে দেখে আমিও
ভেসে গেছি চোখের জলে
এ কেমন ভালোবাসা জানি না
আজীবন দিলো যে কান্না [x২]

তুমি যত ব্যথা দাও
তাতে আমার দুঃখ আসে না মনে
জানি তুমিও একই
কষ্টে হারা শুধু আমারই কারণে

এ কেমন ভালোবাসা জানি না
আজীবন দিলো যে কান্না [x২]

আমি যে টুকু ভুলে
তোমার কাছেও ভুল করে ফিরে আসি
জানি ভুলের মাশুল
দিয়েছো তুমি তার চেয়েও অনেক বেশি

এ কেমন ভালোবাসা জানি না
আজীবন দিলো যে কান্না [x২]

এই আমাকে কাঁদাতে গিয়ে
নিজেই তুমি কেঁদে ফেলো…

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *