এসেছিলো মন সকাল যে ভাবে আসে
এসেছিলো মন সকাল যে ভাবে আসে
চলেও তো গেছে যে ভাবে বিকেল যায়
খেলা চিরকাল দূরত্ত ভালোবাসে
রোদে রেখে যায় পাশের বারান্দায়
সময় হারায়.. ছোট নৌকার মতো
মুঠো খুলে দেখো
আক্ষেপ কিছু নেই কিছু নেই
রাত হবে বলেই
সন্ধ্যাও সম্মত দেখা হয়ে যাবে
অন্য বসন্তেই
শুনেছি কখনো লেখা হয়েছিলো কিছুই
চিঠি তো আসেনি হৃদয়ের ঠিকানায়
চাইলেই তবু কি হাতে নেয়া যায়
শুধু বাকি ঘর.. নৌকার কথা জানেই
ঘুম পরানোর.. গল্প শোনায় সেই
নীরবতা ছোটে.. কথাদের সন্ধানে
দেখা হয়ে যাবে অন্য বসন্তেই