এবার যেন অন্য রকম পুজো
নন্দিনী .. ও নন্দিনী..
তোমায় দেখে হৃদয় হল ফার্স্ট
তুমি আমার এবার পুজোর অবধ্ব বোম্ব-ব্লাস্ট
এবার যেন অন্য রকম পুজো
আগের বছর ছিলাম কোথায় দুজন
চতুর্থীতে পাটনা কেনা শুরু
মনের মালিক আসল নাটের গুরু…
তুমি আমি এই পঞ্চমী
হুম হুম তুমি আমি এই পঞ্চমী
থাকছি পাশে তাই
টোয়েন্টি ফোর সেভেন কাটুক কুলুপ আমি চাই
পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে
তোমার আমার ভালোবাসার গল্প জমেছে
পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে
তোমার আমার ভালোবাসার গল্প জমেছে..
শাস্তির সকাল খুব বেশামাল
শরীর ভাঙে নজর করার ইচ্ছে…
সাধের সানাই বাজাতে চাই
কিন্তু এ মন বারণ করে দিচ্ছে
আ সপ্তমীর ইচ্ছে দেদার
ফুচকা খাওয়ার ফন্দি পেটে আনলো…
সাজতে লাগে অনেক সময়
ইচ্ছে আমার বড্ড বেগার খাটলো
তুমি আমি আর অষ্টমী পেন্ডেলে রাত
একটু ফাঁকা সময় পেলে কেয়াবাত, কেয়াবাত
পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে
তোমার আমার ভালোবাসার গল্প জমেছে
পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে
তোমার আমার ভালোবাসার গল্প জমেছে…
নবমীর দিন অল্প রঙিন
ভুগলো এ মন দিন ফুরোনো রিস্কে..
চলনা বাপি রাস্তা মাপি
আশের পাশের কাছের কোনো দিশে..
দশমী কারো হয় মন খারাপ
এগিয়ে আসে মায়ের যাবার ঘণ্টা..
আশায় থাকি আসছে বছর
আবার উরুক কেমনভাবে মনটা..
তুমি আমি কী দুষ্টুমি
ফুঁসছি মনের দায়
গোটা বছর এমনি কাটুক এমন আমি চাই
পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে
তোমার আমার ভালোবাসার গল্প জমেছে (x৩)
বলো দুর্গা মাইকি – জয়..
বলো দুর্গা মাইকি – জয়..
আসছে বছর আবার হবে
বলো দুর্গা মাইকি …