এতো আলো আগে দেখিনি
কে কি জানে..
কে কি জানে না.. [x২]
কে কথায় ছিল কাল
কিভাবে সকালে পেয়েছি রোদের ইশারাতে..
এতো আলো আগে দেখিনি
এতো আলো আমি দেখিনি [x২]
এসেছি বহুদূর চোখ রেখে
দেখেছি সীমাহীন স্তব্ধতা
গাছের ছায়া মেখে শান্ত হয়ে
ক্লান্ত শরীরের অবদ্বতা..
কে কথায় ছিল কাল
কিভাবে সকালে পেয়েছি রোদের ইশারাতে
এতো আলো আগে দেখিনি
এতো আলো আমি দেখিনি [x২]
মেঘের সন্ধানে মেঘ আসে
হাওয়াতে উড়ে যায় চুল গুলু
এখান থেকে গেলে বেশ হতো
ফেরার পথে জমুক ধুলু ..
কে কথায় ছিল কাল
কিভাবে সকালে পেয়েছি রোদের ইশারাতে
কে কি জানে..
কে কি জানে না.. [x২]
কে কথায় ছিল কাল
কিভাবে সকালে পেয়েছি রোদের ইশারাতে..
এতো আলো আগে দেখিনি
এতো আলো আমি দেখিনি
এতো আলো আগে দেখিনি
এতো আলো আমি দেখিনি
এতো আলো ..