এতোটা ভালোবাসি – ইমরান
চোখ মেলে দেখো
আছি আমি দাড়িয়ে
দিলাম কথা তোমায়
যাবো না হারিয়ে
কেটে গেছে দুজনের
জীবনে শূন্যতায়
ভালোবাসার গল্পে
আর নেই কোনো অপূর্ণতা..
হারিয়ে বুঝেছি
কতটা ভালোবাসি
ছিলোনা যেনো তোমায়
এতোটা ভালোবাসি [x২]
হোক না যত
দুজনের অভিমান
তার থেকে কখনো
বারাবো না বেবোধন
এই জীবনের তোমাকে যে
কতটা প্রয়োজন
ভুলে গেছে আমাকে
তার ফেলে আশা প্রতিক্ষণ..
হারিয়ে বুঝেছি
কতটা ভালোবাসি
ছিলোনা যেনো তোমায়
এতোটা ভালোবাসি [x২]