এখন সময় স্বপ্ন দেখার
এখন সময় স্বপ্ন দেখার
স্বপ্ন রাখু বা আকাশে
টানা-পড়েনের বেরা ভেঙে
স্বপ্ন ওড়ে স্বপ্নেরি বিশ্বাসে
স্বপ্ন মেশে আমার দীর্ঘশ্বাসে
এখন সময় স্বপ্ন দেখার
স্বপ্ন উড়ুক নীল আকাশে
হিসেব কঠিন বেরা ভেঙে
স্বপ্ন ওড়ে স্বপ্নেরি বিশ্বাসে
স্বপ্ন রাখে হাতে হাত আশ্বাসে
সবার বাড়ি সাতমহল আর
আমার বাড়ি ছোট্ট ঘর
টাইরে টাইরে ইচ্ছে নীলে
জমানো সাজানো এ অন্দর
জমানো সাজানো এ অন্দর
আমি রাজি নিতে ঝুঁকি
জীবন জুয়া খেলছে সবাই
জিতলে আমিও সাদা ঘোরায় ছড়ে
আলাদিন সিন্দাবাদ হাতেম তাই
আলাদিন সিন্দাবাদ হাতেম তাই
না না না…