এক ফালি রোদ
এক ফালি রোদ, এক চিলতে আকাশ
তোমরা আমার হলে..
এক দমকা সুখের হাওয়া তে
আর চলে যায় যে খুলে..[x২]
আগুনে ছুরেছি খোই আমি
জ্বললাম আজ আলো
এমি করে যায় যদি দিন
তোমাতে আমাতে ভালো
এক ছাদেরি..
ছাতায় রঙিন ছোট খাটো সব তুচ্ছ,
সবার সাথে ভাগ করে নেই
জমে যাক যত খুচরো..
সুখ দুঃখের নকশি কথা,
আস্তরকের টান..
এমি করে যায় যদি দিন
তোমার আমার গান
ও.. এক ফালি রোদ, এক চিলতে আকাশ
তোমরা আমার হলে..
এক দমকা সুখের হাওয়া তে
আর চলে যায় যে খুলে..[x২]