এক দুই তিন করে এগোচ্ছি
এই এই যে চোখে চোখে ঝমঝমে বৃষ্টি
পড়েছে বর্ষাতি মন
মুঠোয় রাখা তবু দূরে সে হারিয়ে যায়
খুঁজেছি আঁটি পাটি মন [+২]
সে বুঝি তোমার বাড়ি যেতে চায়
সে বুঝি তোমার চিঠি পেতে চায়
সে বুঝি তোমার নাম লিখে পাঠায় গান
দেখা হবে কোন সে পাড়ায়
এক দুই তিন করে এগোচ্ছি
তুমি কি বাড়াবে হাত..
দিন রাত দিন দেখো পেরোচ্ছি
তুমি কি বাড়াবে হাত..[+২]
কি হলো কে জানে…
এমন কি হতে হয়
বাকি তা সে জানে…
ব্যথা তো থতেই হয়
চিঠি খামে নারিস না রে
আদরে থাকার সময়
এক দুই তিন করে এগোচ্ছি
তুমি কি বাড়াবে হাত..
দিন রাত দিন দেখো পেরোচ্ছি
তুমি কি বাড়াবে হাত..[+২]
তোমাকে না পেলে…
রাতের ঘুম ফেরারি
হৃদয় তো শেকলে…
দিন বলে ফেরাবি
চোখের জলে.. ভেজার চোলে
তোমায় ভেজাতে পারি
এক দুই তিন করে এগোচ্ছি
তুমি কি বাড়াবে হাত..
দিন রাত দিন দেখো পেরোচ্ছি
তুমি কি বাড়াবে হাত..[+২]
এই এই যে চোখে চোখে ঝমঝমে বৃষ্টি
পড়েছে বর্ষাতি মন
মুঠোয় রাখা তবু দূরে সে হারিয়ে যায়
খুঁজেছি আঁটি পাটি মন
সে বুঝি তোমার বাড়ি যেতে চায়
সে বুঝি তোমার চিঠি পেতে চায়
সে বুঝি তোমার নাম লিখে পাঠায় গান
দেখা হবে কোন সে পাড়ায়
এক দুই তিন করে এগোচ্ছি
তুমি কি বাড়াবে হাত..
দিন রাত দিন দেখো পেরোচ্ছি
তুমি কি বাড়াবে হাত..[+২]