একটু পথ তুমি এসো
একটু পথ তুমি এসো
আর একটু আসি আমি
দেখবে হঠাৎ মনে খুঁজে পাবে
আমাদের পাগলামি
একটু পথ তুমি এসো
আর একটু আসি আমি
তুমি এসো, তুমি হেসো
যত খুশি.. বসো ভালো
গতকাল থাক একা এই ধূসর
আগামী-টা জমকালো
তুমি খোঁজো, আমি খুঁজি
দুজনে চোখ বুজি
দেখতো স্পষ্ট দেখা যায় কি না
সুখের সলতামামি
একটু পথ তুমি এসো,
আর একটু আমি
রাগ ভোলো, রাগ ভুলি
সব দরজা.. জানলা খুলি
বাতাস উল্টে এলো করে দিলো
ক্যানভাস-এ রঙ-তুলি
তুমি ছাড়া, আমি ছাড়া
সব ভাবনা.. আত্তহারা
যদি ফিরে পাওয়া যায় বন্ধুত্ব নয়
ভুল পথে হাঁটলামি
একটু পথ তুমি এসো,
আর একটু আসি আমি
একটু পথ, তুমি এসো
আর একটু আসি আমি
দেখবে হঠাৎ মনে খুঁজে পাবে
আমাদের পাগলামি
একটু পথ তুমি এসো,
আর একটু আমি