একটা জীবন একটাই পৃথিবী
ঝোলমলে রোদ আর একটু বৃষ্টি
আজ তাই হাত পেতেছি
দূরে কাছের ছড়িয়ে আছে
এক মুঠো জীবন
ঝুঁক করে নেই আর চাই রঙা আকাশ
সারা দিন এই বেখুড়ি
খুব একে বেকে গেছে এই রাস্তা
আর আমিও চলেছি
একটা জীবন, একই পৃথিবী
আমি প্রাণ ভরে তাই একবার বেঁচে নেই
তোমার খোলা হাওয়ায়
মুখ ডুবিয়ে তো বেঁচে আছি আজ জীবন
পাশ ফেরা পথ সবুজেই জঙ্গল
স্বপ্নের রঙ নীল বাদামি
দূরের পাহাড় ডাক দিচ্ছে আমায়
আমি হারাতে চলেছি
হাত ঘড়িতে সময়
বাঁচে কতক্ষণ
দূর পাহাড়ি ব্রিজে একলা আছে মন
পথ পেয়েছে পালক যেমন খুশি দিন
ছোট্ট একটা পিকনিক এতো আয়োজন
একটা জীবন, একটাই পৃথিবী
আমি প্রাণ ভরে তাই একবার বেঁচে নেই
তোমার খোলা হাওয়ায়
মুখ ডুবিয়ে তো বেঁচে আছি আজ জীবন
ঘুম ভাঙা সানগ্লাস আর এক কাপ কফি
এর বেশি কিছু চেয়েছি কি
এক-চুট চুটে পথ পেরিয়ে
নিজের কাছেই এসেছি
ঝোলমলে রোদ আর একটু বৃষ্টি
আজ তাই হাত পেতেছি
দূরে কাছের ছড়িয়ে আছে
এক মুঠো জীবন
এক মুঠো জীবন..