একটা ছায়া সারাক্ষণ আমার পিছনে হাটে – বাপ্পা মজুমদার
একটা ছায়া সারাক্ষণ
আমার পিছনে হাটে
অলি-গলি ফুটপাথে
ট্রাফিক জ্যাম আর পথে-ঘাটে
কোরা নারে রাত-দুপুরে
জানালার করি কাঁথে
ধীরে ধীরে আমার মনে
সে কোন অঙ্কর কাটে.. (x2)
নিশ্বাসে কে যে যায়
নিশ্বাসে ফিরে আসে
হৃদয়-এর গহীন পথে
নীরবে কে যে হাতে
ঘাস-কুড়ি লুকোচুরি
মনের শূন্য মাঠে..
কোরা নারে রাত দুপুরে
জানালার করি কাঁথে
ধীরে ধীরে আমার মনে
সে কোন অঙ্কর কাটে..
বিশ্বাসে বেঁধে হায়
বিশ্বাসে রাখি তারে
সাজানো মনেহরি ঘরে
রেখেছি সোনার খাঁতে
কাটছে দিন প্রতিদিন
প্রেমেরি মন্ত্র পথে ওও..
কোরা নারে রাত-দুপুরে
জানালার করি কাঁথে
ধীরে ধীরে আমার মনে
সে কোন অঙ্কর কাটে..
একটা ছায়া সারাখন
আমার পিছনে হাতে
অলি-গলি ফুটপাথে
ট্রাফিক জ্যাম আর পথে-ঘাটে
কোরা নারে রাত-দুপুরে
জানালার করি কাঁথে
ধীরে ধীরে আমার মনে
সে কোন অঙ্কর কাটে.. (x2)