এই সেই কর্মা
আজ এই দিনের শেষে
তুমি এলে বিদেশে
হৌনুডালের খোঁজে
নীল ধূসর এ দেশে
তাই দিন হোক বা হোক না
জন্মান্তরের ইশানাথ
বিচারধীন শেষ রাতের ঋণ
রূপকথা অপারাধ
কোন কর্ম… লিখেছে..
তোমার আমার ফিরে আসার রাষ্ট্রায়..
ফিরে চাওয়ার.. শত ঠিকানায়
ফিরে পাওয়ার.. শেষবার দেখায়
ধীরে আসা.. ভীরু বিশ্বত
নিয়ে সপথ বেঁচে নেয়া পথ..
এই সেই কর্মা.. এই সেই কর্মা..
চেনা আকাশের রঙ ফেকাশে
ভুলায় না আর..
ফিরে খাতায় প্রতি পাতায়
সব অচেনা..
শেষ কথা গুলি শুধু ভুলো না
সব হিসেব নিকেশ আর তুলো না
ভুলায় না আর….
ফিরে চাওয়ার.. শত ঠিকানায়
ফিরে পাওয়ার.. শেষবার দেখায়
ধীরে আসা.. ভীরু বিশ্বত
নিয়ে সপথ বেঁচে নেয়া পথ..
এই সেই কর্মা.. এই সেই কর্মা..
এই সেই কর্মা..