এই সময় বাঙ্গালী নিউজ পেপার থীম গান
হাজার
বছর ধরে এই পথ,
হেঁটে
চলি আবার সেই পথ
ঘুরে
ফিরে পায়ের সেই চাপ
যেনো
আটকে না যায়..
এখন
যখন নতুন গানে
নতুন
ভাবে বাঁচার মানে
আকাশ
ছুঁয়ে ফিরে আসা
চলো
এগিয়ে যাই..
এই
সময়.. আমার সময়.. [x২]
প্রেমিকের
আহ্বানে, এই সময়
নতুনের
সন্ধানে, এই সময়
আমার
শহর জানে, এই সময়
আজ
আমাদের সময়, এই সময়..