এই শোন Lyrics – Jomer Raja Dilo Bor – Anupam Roy
এই শোনো তুমি শুনতে পারছ কি ?
রাতের তারা গুলো গুনতে পারছ কি ?
এই তোমার আমার এক মোলাতের রাত
আর শিশির ভেজা ছুঁয়ে দিলে হাত
যে ভাবে হেটে যাও,
কখনো থেমে যাও
আসলেই ভুলে যাও, কি পেতে চাও ?
তুমি-ও আমাকে, যে কোন পোষাকে
ভালোবেসে ফেলে-ও মুখ লুকাও
যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না [x২]
যত কাছা-কাছি কাছে থাকা যায়
যদি একটা দুটো ইচ্ছে রাখা যায়
তুমি ঘাসের উপর যে ফেলেছ পা
আমার অন্য কিছু ভালো লাগছে না
যে পথে হেটে যাও,
কখনো থেমে যাও
আসলেই ভুলে যাও, কি পেতে চাও ?
তুমি-ও আমাকে, যে কোন পোষাকে
ভালোবেসে ফেলে-ও মুখ লুকাও
যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না [x২]
যে পথে হেটে যাও..