এই মনের চিকুশে লাইফের বাইপাসে
এই মনের চিকুশে, লাইফের বাইপাসে
কেউ নেই তুই ছাড়া সে কথা জেনে নে
হবো আজ সাহসী চলাবো মনের এসি
ধরে দেবে আমাকে কাছে তোর টেনে নে
হেই.. তোর চোখে বিষণ ধার
তোর থোতে রিভলভার
তোর হাতেই আজ খাবো গুলি..
ধিচকিয়াও ধিচকিয়াও
এলো মেলো করে দে মা
ধিচকিয়াও ধিচকিয়াও
লুটে পুটে খাই.. [x২]
ডার্লিং ওয়ার্নিং দিয়েই দিলে
বার্নিং এ হৃদয় জ্বলে পুড়ে যায়
(জ্বলে পুড়ে যায়) [x২]
গোলমাল রয়েছে মনের ভিতর
হালচাল জানি তোর খুব সুবিধের নয়..
হেই.. তোর চোখে বিষণ ধার
তোর থোতে রিভলভার
তোর হাতেই আজ খাবো গুলি..
ধিচকিয়াও ধিচকিয়াও
এলো মেলো করে দে মা
ধিচকিয়াও ধিচকিয়াও
লুটে পুটে খাই.. [x২]
সুন-শান ছিলো মন ভোরালি তুই
সাইরেন এই দেখ বেজে বেজে যায়
আন-চান হলে মন আসতে হতোই
আগেই জেনেছি নেই কোনো উপায়..
হেই.. তোর তুলোর মতো গাল
তোর ময়ূর পেখম চাল
তোর হাতেই আজ খাবো গুলি..
ধিচকিয়াও ধিচকিয়াও
এলো মেলো করে দে মা
ধিচকিয়াও ধিচকিয়াও
লুটে পুটে খাই.. [x২]