এই পথ যদি না শেষ হয়
ভালোবাসি তাই তোকে চাই
আমার পৃথিবী জুড়ে
ভালো লাগে তাই চলি যাই
আমি হাওয়াতে উড়ে [x২]
যেন বেপরোয়া দানা
পেয়েছে ঠিকানা
চোখে চোখে হলো পরিচয়
এই পথ যদি না শেষ হয় উহু
এই পথ যদি না শেষ হয় [x২]
অক্ষ-ও সাগর জানে
এই ভালোবাসার কি মানে
যদি হঠাৎ-ই আনমনা হয়
সে তো তোর আর তোরই টানে..
যেন বেপরোয়া দানা
পেয়েছে ঠিকানা
আঁকে বাঁকে হলো পরিচয়
এই পথ যদি না শেষ হয় উহু
এই পথ যদি না শেষ হয় [x২]
আমাকে দেখিয়ে দে
তোকে ছেড়ে পালনের উপায়
নয়তো নিজের করে নে
সব প্রেমে-তে যেমন তা হয়
যেন বেপরোয়া দানা
পেয়েছে ঠিকানা
আঁকে বাঁকে হলো পরিচয়
এই পথ যদি না শেষ হয় উহু
এই পথ যদি না শেষ হয় [x২]