এই জীবনের পথ সোজা নয় যেনো
এই জীবনের পথ সোজা নয় যেনো
বড় আকা-বাকা বন্ধু
এই জীবনের পথ সোজা নয় যেনো
বড় আঁকা-বাঁকা বন্ধু
পথে যখনই থামবে
ক্লান্তি নামবে
পাবে দেখা এই বন্ধুর
তুমি পাবে দেখা এই বন্ধুর
এই দুটি-হাত বাড়িয়ে বলবো মোরা
এক সাথে একি পথে চলবো (x২)
চলার পথে যদি বা আসেই বাধা
হাসি মুখে দুটি পায়ে দোলবো
পথে থামলেই হারা,
হারবো না মোরা
যেতে হোক যাবো বহুদূর
এই জীবনের পথ সোজা নয় যেনো
বড় আকা-বাকা বন্ধু
আমি নিজেকে কাঁদিয়ে
তোমায় হাসাতে চেয়েছি
তুমি জিতে যাও
তাই আমি হার মেনে নিয়েছি
আমি নিজেকে কাঁদিয়ে
তোমায় হাসাতে চেয়েছি
বান্ধবী গো তুমি ভালো থাকো
তুমি সুখে থাকো এই-টুকু আমি চাই
বান্ধবী গো তুমি ভালো থাকো
তুমি সুখে থাকো এই-টুকু আমি চাই
ভুল বোঝো না বন্ধু যে ছিল
সেই বন্ধুই আছে এই বলে যাই
ভেঙে যাক মন-বীণা
যাতে বাজবে না
ভেঙে যাক মন-বীণা
যাতে বাজবে না
কোনদিনই সেই চেনা সুর
এই জীবনের পথ সোজা নয় যেনো
বড় আকা-বাকা বন্ধু
পথে যখনই থামবে
ক্লান্তি নামবে
পাবে দেখা এই বন্ধুর
তুমি পাবে দেখা এই বন্ধুর
এই জীবনের পথ সোজা নয় যেনো
বড় আঁকা-বাঁকা বন্ধু
বড় আঁকা-বাঁকা বন্ধু