এই একটা দিন আমার ছুটি
এই
একটা দিন আমার ছুটি
এই
একটা দিন অন্য রকম
আজ
কে আমার পূর্ণকুতি
রাজপ্রাসাদের
চেয়ে কিসে কম
রাজপ্রাসাদের
চেয়ে কিসে কম [x২]
এই
একটা দিন স্বপ্ন স্বাধীন
ভুলে
আগল বাজতে চায়
হিসেব
চাপা ধৌর গ্লানি
আনন্দের
চোখে চোখ রাখতে চায়
আকাশের
মেঘ হয়ে ভাসতে চায়
এই
একটা দিন বেঁচে আধায়
জোরালোয়
জড়তে চাই
শোয়ার
গুলো সাদা ঘোরায়
আলাদিন
সিন্দাবাদ হাতেম তাই
আলাদিন
সিন্দাবাদ হাতেম তাই
না
না না….
এই
একটা দিন ঝোলশানো রুটি
পূর্ণিমা
চাঁদের স্নিগ্ধতায়
ছোট
খাটো শোক মেটানো
খুঁজলো
সাহস জোশ কবিতায়
হাওয়া
ছাড়া অন্য খাওয়া
অন্য
ছাড়াও অন্য মন
সোনার
খাঁচা সমোহনে
গুছোন
ছোট্ট একটা জীবন
এই
একটা দিন তোমার আমার
আর
একটা রাত স্বপ্ন দেখার
এই
একটা ঘরের ভালো
একটা
ছুটি তোমায় কাছে পাওয়ার
প্রেমের
গোলক ধাঁধায় হারাবার
না
না না….