এই ইচ্ছে পেরোচ্ছে সীমা
এই ইচ্ছে পেরোচ্ছে সীমা
সে পিছে হারাচ্ছে নিশানা [x২]
দুলে ওঠে মন
হারাতে চেয়ে কোন
রুটিন মাফিক ঠিক ঠিকানা
এই ইচ্ছে
পেরোচ্ছে সীমা…
মনের পায়ে, ক্রমশ বাড়ে
বুকের ঘুড়ি ছুটে না পেয়ে উপায়
হয়েছে দেখা, রয়েছে লেখা
শীতের রাত এলে ঘাস ভিজে যায়
হম.. মনের পারে ক্রমশ বাড়ে
বুকের এ ঘোড়ি ছুটে না পেয়ে উপায়
হয়েছে দেখা রয়েছে লেখা
শীতের রাত এলে ঘাস ভিজে যায়
দারুণ এ সময়ে
আর তোর সাথে শুরু হলো বাঁচা
এই ইচ্ছে
পেরোচ্ছে সীমা..
চিমটি কাটা একলা হাত
সময় ফুরিয়েছে এসেছে ফাগুন
রোজেরই ঘরে চিথিরা মরে
আমি সুযোগ বুঝে ধরাই আগুন
চিমটি কাটা একলা হাত [x২]
দারুণ এই সময়
আর তোর সাথে শুরু হলো বাঁচা
এই ইচ্ছে
পেরোচ্ছে সীমা…