এই আশিকি আশিকি করলো কি জাদু হয়
এই মন পড়েছে আমার বড় দোতানায়
প্রেম বয়ে এনলো হঠাৎ দমকা হাওয়ায় [x২]
এই আশিকি, আশিকি করলো কি জাদু হয়
এই আশিকি, আশিকি করলো কি জাদু হয়
পূর্তে বসেছি, প্রেমে পূর্তে বসেছি
কখনো আগে হয়নি এমন আমার সাথে
বুঝতে চেয়েছি, তোকে খুঁজতে চেয়েছি
লিখা আছে সে সব কারণ আমার হাতে
এই আশিকি, আশিকি করলো কি জাদু হয়
এই আশিকি, আশিকি করলো কি জাদু হয়..
আজকে দুজনে, চল বলতে শিখি নাই
চোখে চোখে চলার ভাষা কি করে হয়
আজকে জেনে নে, এই স্বপ্ন মেনে নে
তুই যদি না চাস তো এ সব আমারও নয়..
এই আশিকি আশিকি করলো কি জাদু হয়
এই আশিকি আশিকি করলো কি জাদু হয়