উড়ো চিঠি মন চুপটি করে শোন

উড়ো চিঠি মন চুপটি করে শোন
কানে কানে চার কথা
নাওয়া খাওয়া ভুল উড়ে এলো চুল
হলে পড়ে যার কথা
মনে মনে তোর কেনো রে ভ্রমর
ভুলে গেছে ঘর এমনি বিভোর
এই ভাবে চাই পলকে কে হারাই
কাছা কাছি চাই ইশরায়..
যাই যাক না মন যাবে যখন
যাই যাক না মন যাবে যখন
আজ মন বড় বড় নিরুপায়
আজ মন বড় বড় নিরুপায় [x২]

কানা-কানি করে মেঘলা বাতাস
কে আনে তার মধু মাস.. [x২]
স্বপ্নের জল চেনালো অতল
এটি-উটি মনে করে চল জানলা বিলাস
কানা ঘুসো হয় ভিজেছে হৃদয়
মেলে আছি মন মায়াবি আশায়
যেনো দূরে উঠা জনকি বলতে চায়

যাই যাক না মন যাবে যখন
যাই যাক না মন যাবে যখন
আজ মন বড় বড় নিরুপায়

চিনি চিনি তবু অচেনা ভাষায়
কে যেনো গান বুনে যায় [x২]
আছে কারো দিন কিছু কি রঙীন
এটি-উটি মন দিশাহীন আর চোখে চায়
কানা ঘুসো হয় ভিজেছে হৃদয়
মেলে আছি মন মায়াবি আশায়
যেনো দূরে উঠা জনকি বলতে চায়

যাই যাক না মন যাবে যখন
যাই যাক না মন যাবে যখন
আজ মন বড় বড় নিরুপায় [x২]
আজ মন বড় বড় নিরুপায়

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *