উগ্রবাদের গুপ্ত বই – Rupam Islam
ওহে পিয়ানো বাজবে কবে ?
বিমূর্ত থেকে মূর্ত হবে
ওহে লেখনি লিখছো কোই ?
উগ্রবাদ এর গুপ্ত বই (x2)
রুখো অসনি আঙুল ছবি
আগুন অবচেতন খবি (x2)
তুফান ডেকে খুঁজতে হবে
সঞ্জীবনী মৃতেষ্টবে..আ..
শুদ্ধবাদের দেউলেপনায়
ভাত-মরণের প্রস্তাবনায়
আদ্দো-পান্ত ভাবের দেনা
হাঁটুরে যতো অবর্জনা
জালাবে কবে ? সাজাবে কবে ?
কয়লা কালো কে ধোঁব-ধোবে
ময়লা মনে জালাও বাতি আর
পিছন পাকার পিছনে লাঠি..
ওঠো হে শয়ন লড়তে হবে
নেতার মনে পড়তে হবে
সশন শুধু ভাষণ নয়
অসোল অস্ত্র সম্মনয়
দালাল যখন দলিল খোঁজে
বিষের মর্ম শহীদ বোঝে
ছিবিয়ে কাগজ গিলছি ঢুক
আর রেভোলিউশন সফল হোক..
জমর্ত দামামা রবে
ড্রামার শেষ বিশ্বয় হবে
বিশর্জিত গ্রামদল
শ্মশান চিতা আগুন কোই..
পুরছে ভাত, পুরছে ধান
* প্রেমের গান
কসিয়ে মারো ঠাসিয়ে ছোর
লাগুক তুলি নিধুক্স্বর..
ওহে গিটারি.. হুঁ…
ওহে গিটারি বাজনা তোল
বজ্র সুরে গিটার সোলো
স্মৃতি ওমেয় লেপ-তোষক
গরম করো শীতল শখ
হে সেনাপতি অস্ত্রগারে
গিটার-ও আলো জ্বালতে পারে
এ সেনাপতি অস্ত্র-গারে
কলম-ও আলো জ্বালতে পারে
অন্ধ মনে জালিয়ে বাতি
পচন-তন্ত্রে পিছনে লাঠি
ওহে পিয়ানো বাজবে কবে ?
বিমূর্ত থেকে মূর্ত হবে
ওহে লেখনি লিখছো কোই ?
উগ্রবাদএর গুপ্তবই (x2)