ইটস বসন্ত আজ বসন্ত
ধূসর রঙ বিবর্ণতায়
সবুজ প্রেমের রঙ ঢেলে
দেখো না কেমন নতুন হয়েছি
দেখো না আবার চোখ মেলে [x২]
মনের টানে-তে টেনে এনেছি
পেছন ফেলে-আসা দিন
তুমি সেই তুমি
আমি সেই আমি
হলই বা রসায়ন-অমিল
মন সবই জানে বুঝে তার মানে
খুঁজে নিলো নিজেকে আবার..
ইটস বসন্ত, আজ বসন্ত
ইটস বসন্ত..
দেখো বসন্ত, এসেছে বসন্ত
ইটস বসন্ত.. [x২]
মন আজ বহিষাবি
জানি তুই নিজেকে হারাবি
খুঁজে খুঁজে আবার মনে
ছড়াগলি দিয়ে পালাবি [x২]
কত দূরে দূরে
থেকেছি যে শোরে
অবসেশে হয়ে গেছি তার..
ইটস বসন্ত, আজ বসন্ত
ইটস বসন্ত..
মন বসন্ত, প্রাণ বসন্ত
শুধু বসন্ত..
দেখো বসন্ত, এসেছে বসন্ত
ইটস বসন্ত..
জানি না আবার কবে
কখনো তার সাথে দেখা হবে
নাকি সে ভুলে গিয়ে এই নাম
আমাকে একা করে রেখে যাবে [x২]
তবু ভালোবাসা বেঁচে থাকে মনে
জীবন কে করে একাকার
ইটস বসন্ত, আজ বসন্ত
ইটস বসন্ত..
আমার বসন্ত, তোমার বসন্ত
ইটস বসন্ত..
দেখো বসন্ত, এসেছে বসন্ত
ইটস বসন্ত..
এই.. মন হাতে-তে বেরাবে
জানি না তবু কি সে পাবে
চিনে নিতে-ও পারে এই ভেবে
ঠিকানা আলগোচে রেখে যাবে [x২]
প্রেম এসে ছুঁয়ে ঝরে গেলো ফিরে
জানবে কি কখনো সে আর..
ইটস বসন্ত, আজ বসন্ত