ইচ্ছে মানুষ – Shawon GaanWala
কি যেনো হয়ে গেলো আমার অন্তরে
বাড়ছে তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত
কত দিন আসে..
ও.. মিশে যেতে থাকো তুমি
শত অভ্যাসে (x2)
বিষণ্ণ খোরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে (x2)
আমার পরাণ যা চায় তুমি তাই
এই গান শুধু তোমার জন্য গাওয়া যায়
ভালোবেসে আলগোছে আঙুলের ছায়ায়
ও.. লিখে দিলাম আমার নিজেকে পরু-তাই..
ভালো থাকার মানে আমি খুঁজে পাই
স্নেহ-মাখা ওই দৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে (x2)
বিষণ্ণ খোরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে (x2)