ইচ্ছে নদী ইচ্ছে নদী
তিনটি নদীর একটা গল্প
মেঘ আলো ছায়া অল্প শল্প
তিনটি নদীর একটা গল্প
মেঘ আলো ছায়া অল্প শল্প
ইচ্ছের ডোবে ইচ্ছের ভাসে
নদী মিশে যায় অলীক আকাশে
ইচ্ছে নদী.. ইচ্ছে নদী..
হম.. আশাবাড়ি সুরে বাজে ভৈরবী
ভোর দিন রাত একাকার ছবি
রাগমালা যেনো রঙ হয়ে যায়
মন খরাপের নদী কে হারায়
ইচ্ছে নদী.. ইচ্ছে নদী..
ইচ্ছেরা রা আজ পেয়ে গেছে দানা
ইচ্ছেরা রা আজ পেয়ে গেছে দানা
অলট পালট সুরের বাহানায়
ইচ্ছের আজ নৌকার পাল
ইচ্ছে দুপুর ইচ্ছে সকাল
নদী নিয়ে যায় তাকে বহুদূর
ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর
ইচ্ছে নদী.. ইচ্ছে নদী..