আল্লাহ জানে – Nakash Aziz & Lemis
আল্লাহ জানে জানে জানে
জানে তুমি আমার লায়লা…
ও আমার পরাণ পাখি…
যাস না তুই দিয়ে ফাঁকি
আরে ও আমার পরাণ পাখি
যাস না তুই দিয়ে ফাঁকি
আমি তোর প্রেমে পাগলা..
ও আল্লাহ জানে জানে জানে
জানে তুমি আমার লায়লা [x৩]
আরে জানি আমি জানি
তোর মনের খবর জানি
তুই মিঠা মিঠা কথার রাজা
মজনু হওয়া নয় রে সোজা.. [x২]
এই মন-টা কে রেখে বাজি..
তোর প্রেমে মরতে রাজি.. [x২]
পাকা দিওয়ানা রে ছাইলা..
ও আল্লাহ জানে জানে জানে
জানে
তুমি আমার লায়লা [x২]
ও জানি আমি জানি
তুই পরিশ শেরওয়ানি
তুই সাজবি রে ঠিক দুলহা রাজা
আসবি নিয়ে ব্যান্ড বাজা [x২]
এক কথায় আমি রাজি..
তুই বললে ডাকবো কাজি.. [x২]
চমকাবে সার বাংলা..
ও আল্লাহ জানে জানে জানে
জানে
তুমি আমার লায়লা [x৩]