আলো ছায়া – Imran & Tahsin
একটু কি শুনবে
স্বপ্ন কি বুনবে
তুমি আমার চোখের তারা-তে
অনুভব ছড়িয়ে
নেবে কি জড়িয়ে
আমি থাকবো তোমার পাড়া-তে
দাও প্রেম তুমি,
নাও প্রেম তুমি, পারো যতটা
কাছে এশে ধরো হাত-টা
তুমি আমি রবো ঠিক এমন ভাবে
আলো ছায়া পাশাপাশি যে ভাবে (x২)
হো.. আর তুমি আমাকে বুঝে নাও
কি যে চাও দৃষ্টিতে খুঁজে নাও
পেয়ে গেছি তোমার দেখা
শুরু হলো গল্প লেখা
ছবো সুখের ঠিকানা
প্রিয়জন তুমি নাও মন তুমি
চলো এ পথে
চাই শুধু তোমারি হতে
তুমি আমি রবো ঠিক এমন ভাবে
আলো ছায়া পাশাপাশি যে ভাবে (x২)
হো.. আরো কাছে আমাকে টেনে নাও
ভালো করে আমাকে জেনে নাও
ভেসে যাবো তোমার সাথে
মিশে রবো ভাবনাতে
খুঁজবো রঙীন যোজন
প্রিয়জন তুমি নাও মন তুমি
চলো এ পথে
চাই শুধু তোমারি হতে
তুমি আমি রবো ঠিক এমন ভাবে
আলো ছায়া পাশাপাশি যে ভাবে (x২)