আলোর গান – Shovan Ganguly

তোমার অর্ধেক দিন অর্ধেক রাত
একটু খানি আলো
তোমার অর্ধেক দিন অর্ধেক রাত
একটু খানি আলো
অজস্র রা থট চেনাতে-ও
মানিয়েছিল ভালো (x২)

আমার অর্ধেক ভুল অর্ধেক স্বাস
একটা শীতল পাতি
তবু ভাঙার আগে যাপতে ধরে
তোমারি পথ হাতি

এসো বসো ঠিক আগের মতোই চাও
ওই সন্ধ্যে নামার আগে আমার
আলো জালিয়ে দাও (x২)

তোমার শিরি-ভাঙার গল্প গুলো
বড্ড এলোমেলো
শব্দ ভাঙার আগুন তোমাকেও
হাজার প্রদীপ জ্বালো (x২)

আমার শিরি-গড়ার গল্প গুলো
সব তোমার জানা
উড়ে বেরাও পাখির মতো
কে করিবে মানা

এসো বসো ঠিক আগের মতোই চাও
ওই সন্ধ্যে নামার আগে আমার
আলো জালিয়ে দাও (x২)

আর এই আমাদের রূপকথা যার
অস্তে তোমার বাসা
মন ভাঙনের দেশে আমার
নিত্য যাওয়া আসা (x২)

তাই গল্প লিখি মন খারাপের
গান বাঁধি ওই সুরে
প্রেম হলো এক মিলন-কলি
মোদের হৃদয়-পুরে

এসো বসো ঠিক আগের মতোই চাও
ওই সন্ধ্যে নামার আগে আমার
আলো জালিয়ে দাও (x৩)

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *