আলাদিন – Shalmali Kholgade
কত দূরে গেলে কাছে পাবো তোমাকে?
ধীরে ধীরে ধারে-কাছে পাবো তোমাকে (x২)
এক-পা, দুই-পা তাল মেলাতে
ভয় ত কেন পাও?
জান্তে গেলে যাও পালিয়ে
বলো না কি চাও? (x২)
আছো কি দেখাতে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন (x২)
হয়েছে অভিমানী
কেন আমি জানি
পড়ে গেছি তুমি তুমি যন্ত্রণায়
চুরি করে আমি ফেলতে চাই তোমায়
আমার এ বেঁচে থাকা
তোমারি নামে লেখা
বুঝে নিলে তুমি বড় ভালো হয়
এসে যাবে এক গোলাপি সময়
এক-পা, দুই-পা তাল মেলাতে
ভয় ত কেন পাও?
জান্তে গেলে যাও পালিয়ে
বলো না কি চাও? (x২)
আছো কি দেখাতে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন (x২)
দেখেও দেখো নি তো
ঘুরেছি আমি কত
আগে-পিছে আসে-পাশে রোজ তোমার
বারে বারে নিয়ে গেছি খোঁজ তোমার
মুখে বলোনা কিছু
চোখের নীলে পিছু
শরদিনী আমি দৌড়ে ফিরতে চাই
তুমি তুমি করে দৌড়ে মরতে যাই
এক-পা, দুই-পা তাল মেলাতে
ভয় ত কেন পাও?
জান্তে গেলে যাও পালিয়ে
বলোনা কি চাও..?
আছো কি দেখাতে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন (x২)