আলতো ছোঁয়াতে মন ছুঁয়ে যায়
তোর ওই দু-হাতের আলতো ছোঁয়াতে
মন ছুঁয়ে যায় প্রেমের উষ্ণ ধোঁয়াতে
তোর ওই দু-হাতের আলতো ছোঁয়াতে
মন ছুঁয়ে যায় প্রেমের উষ্ণ ধোঁয়াতে
এসেছি তোর মনেরি দেশে
আমি এক মুসাফির বেশে
দে না ঠাঁই একটু হেসে ভালোবেসে [x২]
একটা মন চায়
যার পৃথিবী হবে শুধু ঘিরে আমায়
মিশে রবো শুধু আমি
সারাটিদিন যার চিন্তায়
কেন এতো ভাবিশ
অনুভবে ওই দুচোখ যদি
এই দুচোখে রাখিশ
বুঝবি তবে এই মনের
কথায় তুই থাকিশ
এসেছি তোর মনেরি দেশে
আমি এক মুসাফির বেশে
দে না ঠাঁই একটু হেসে ভালোবেসে [x২]
যত দিন যায়..
পাবো কি পাবোনা তোকে এই যতিল ধাধায়
এই হৃদয়ে এশা যা ভীর মনে জমায়
ভুলে যা সবি..
কথা দিলাম আজীবন তুই আম্তেই রবি
এই হৃদয়ে একা রবো শুধুই তোরি ছবি
এসেছি তোর মনেরি দেশে
আমি এক মুসাফির বেশে
দে না ঠাঁই একটু হেসে ভালোবেসে [x২]