আর কি কথাও তোমার সাথে – Subhamita
এই না ছিল আমাদের কিসমত
কি ভিসাল-এ-ইয়ার হতো
আগর আর জিতে থাকতে
এই ইন্তেজার হতো
আর কি কথাও তোমার সাথে
দেখা আমার হতো (x২)
বাঁচতাম আর একটু যদি
বাঁচতাম আর একটু যদি
অপেক্ষা সার হতো..
আর কি কথাও তোমার সাথে
দেখা আমার হতো..
ঝড়তো এমন পাথর থেকে
রক্ত যে থামতো না
ঝড়তো এমন পাথর.. থেকে
ঝড়তো এমন পাথর থেকে
রক্ত যে থামতো না
দুঃখ যে কাকে ভাবছো
যদি সে অঙ্গার হতো
বাঁচতাম আর একটু যদি
বাঁচতাম আর একটু যদি
অপেক্ষা সার হতো..
আর কি কথাও তোমার সাথে
দেখা আমার হতো..
কাকে বুঝাই বেথায় ঢাকা
রাত গুলো কি ভারী (x২)
খারাপ তো নয় মরণ যদি
সে একটিবার হতো
বাঁচতাম আর একটু যদি
বাঁচতাম আর একটু যদি
অপেক্ষা সার হতো..
আর কি কথাও তোমার সাথে
দেখা আমার হতো..
মৃত্যু যদি বদনামি দেয়
দুবলো না কেনো সে (x২)
না থাকতো শোক-মিছিল গালিব
না থাকতো শোক-মিছিল গালিব
না কবর-তার হতো…
বাঁচতাম আর একটু যদি
বাঁচতাম আর একটু যদি
অপেক্ষা সার হতো..
আর কি কথাও তোমার সাথে
দেখা আমার হতো..
দেখা আমার হতো
তোমার সাথে দেখা আমার হতো