আরে ও বোকা দিল টেনশন কো কেহ-ডে চিল
আরে ক্যা হুয়া হুক্কা হুয়া ওরে রঙ্গিলা
আর তোর প্রেমেরি গেম আমি
হলাম মধুবালা [x২]
মনের এই ডিস্কো থেকে ঝুম বারাবার ঝুম
অল নাইট হ্যাভি পার্টি দিল বলে বুম বুম
মনের এই ডিস্কো থেকে ঝুম বারাবার ঝুম
অল নাইট হ্যাভি পার্টি দিল বলে বুম বুম
আরে ও বোকা দিল, টেনশন কো কেহ-ডে চিল
আজকে তুই ফ্লার্টিং করে মজা লেলে
আকে গলে মিল [x২]
দিনটা যে সানি সানি হানি ইউ আর মাইন
তোর সাথে ডেটিং করতে লাগবে হ্যাভি ফাইন [x২]
কবে পাবো রে তোকে কবে পাবো
ইয়ে দিল তো বলে ইউ ইউ ইউ অনলি ইউ..
আরে ও বোকা দিল, টেনশন কো কেহ-ডে চিল
আজকে তুই ফ্লার্টিং করে মজা লেলে
আকে গলে মিল [x২]
তুই আমি আমি আর তুই শুধু এ ফাঁদ
ভাবলে যে কেমন যেনো লাগেরে ঠান্ডা [x২]
কবে পাবো রে তোকে কবে পাবো
ইয়ে দিল তো বলে ইউ ইউ ইউ অনলি ইউ..
আরে ও বোকা দিল, টেনশন কো কেহ-ডে চিল
আজকে তুই ফ্লার্টিং করে মজা লেলে
আকে গলে মিল [x২]
আরে ক্যা হুয়া হুক্কা হুয়া ওরে রঙ্গিলা
আর তোর প্রেমেরি গেম আমি
হলাম মধুবালা….