আয়না আয়না দুজনে

আয়-না
আয়-না দুজনে
প্রেম করি এই উজানে
তোর চোখে ডুবি যে আবার..
আলতো আলতো ছোঁয়াতে
তোর স্বপ্ন দিন ভোলাতে
মন রাজি তোর কাছে যাবার..
বেশামাল এ মন-টা কেন হয়..
কাছে এসে ভালোবেসে তোর-ই হতে চায়

চোখের এই তারা-তে শুধু চাইছি হারাতে
মনের এই পাড়াতে চলে আয় [x২]

মিষ্টি হেসে দেখ না এসে
মনের শেষে তুই সেই..
সকাল সাঁঝে প্রেমের মাঝে
এই মন সুখেই সাজবেই.. উহু..

বেশামাল এ মন-টা কেন হয়..
কাছে এসে ভালোবেসে তোর-ই হতে চায়

চোখের এই তারা-তে শুধু চাইছি হারাতে
মনের-এই পাড়াতে চলে আয় [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *