আমি সে মেয়ে
মুখের রাত দাগ কেটেছে
চিৎকার ঘুম পাড়ায়,
নিকড়ে হাত অতর্কিতে
পথ বুঝে পা বাড়ায়।
লালচে দিন মুখ ঢেকেছে
দুনিয়া ব্র্যাকেটে পণ,
কালচে ঋণ রাখলো লিখে
ভুলে যাওয়া লজ্জা ঘুম।
চেনো আমি সে মেয়ে যে
তোমার আড্ডায়
টপিক চেঞ্জের কারণ,
যেনো আমি সে মেয়ে যার
তোমার দেশটায়
মাথা উঁচু করা বারণ।
থাক ঘেরা মিষ্টি গল্পে
তোমার ওই বেঁচে থাকা,
থাক ছেঁড়া সভ্য ওড়নায়
আমার ওই বুক ঢাকা।
আজো আমায় নিশুত রাতে
পথঘাট দেখায় ভয়,
সীতার দেশ, ধর্ষিতার দেশ আজ
এই দেশ আমার নয়।
চেনো আমি সে মেয়ে যে
তোমার আড্ডায়
টপিক চেঞ্জের কারণ,
যেনো আমি সে মেয়ে যার
তোমার দেশটায়
মাথা উঁচু করা বারণ।