আমি রাজি আমি রাজি – Om & Subhashree Ganguly
আমি রাজি আমি রাজি
তোর আশে পাশে ছায়া হয়ে চলতে
আমি রাজি আমি রাজি
তোর সাথে হাতে হাত রেখে চলতে
তুই শুরু তুই শেষ
তুই আমার অব্বেশ
তোর হাসি মেখে এই শহর
হাসি-খুশি লাগে বেশ
হুঁ.. তুই সুর তুই গান
(তুই সুর তুই গান)
বেড়ে চলা অভিমান
সারাদিন পাশে থাকলেও
কাটে না যে তোর রেশ
আমি রাজি আমি রাজি
তোর আশে পাশে ছায়া হয়ে চলতে
আমি রাজি আমি রাজি
তোর সাথে হাতে হাত রেখে চলতে
চাইলে ঘুরবো রে, চাইলে উড়বো রে
তোর হাত ধরে
চাইলে ছুটবো রে,
চাইলে থামবো সীমান্তের ওই পাড়ে
সব সাহসের মাত্রা তুই
এর বেশি কিছু নয়
আমি রাজি আমি রাজি
তোর আশে পাশে ছায়া হয়ে চলতে
আমি রাজি আমি রাজি
তোর সাথে হাতে হাত রেখে চলতে
হয়তো তোর নামে, হয়তো তোর রাগে
পাই আমি ভয়
তাও তো তোর সাথে কাটাতে ভাল-লাগে
কিছুটা সময়..
ও.. মন ভালো করা বৃষ্টি তুই
এর বেশি কিছু নয়
আমি রাজি আমি রাজি
তোর আশে পাশে ছায়া হয়ে চলতে
আমি রাজি আমি রাজি
তোর সাথে হাতে হাত রেখে চলতে..