আমি যাই – Rupam Islam
আদিখেতের প্রশ্ন নেই
কান্না চাইছি না মোটেই
চোয়াল শক্ত থাকুক
চোখে ঘনাক মেঘ
এটা শিকারের প্রতিশোধ
দুটি ভিন্ন মূল্যবোধ
মুখে বালিশ চেপে খুন হলো আবেগ
গল্প মিলা নাম তো না
তাই আর ধূপের শান্তনা
দিয়ে জোড়া তালির নেই কোনো বলাই
বদলানোর আগ্রহ নেই
তুমি থাকো তোমাতে
দরজা বন্ধ করে নিও
আমি যাই..
ভেষ্ঠ তো হলো অনেক বাত
তর্কে তর্কে কাটলো রাত
নিভলো মনের আলো
জ্বললো অন্ধকার
দর্শনিক এই অবসর
মুখে টেটো টেটো স্বাদ
একটু কাছে যাওয়া
তোমায় চুমু খাওয়া
হলো না আমার
পাশাপাশি নিকট নয়
শরীর জাগার বিকট ভয়
মতাদর্শে বাতিল হাল্কা হাত ছোঁয়া
তুমি-ও ঠিক, আমি-ও ঠিক
ভুল নিতান্তই প্রকৃতিক
ক্ষণিক রাদ্য কাল আর ক্ষণিক বর্জুয়া
কেউ হেরে যায় কেউ পড়ে
কেউ হারবে জেনেও লড়ে
হাজার চেষ্টা করলেও জিতবে না সবাই
অপশের আগ্রহ নেই
অপশের আগ্রহ নেই
তাই ভোট দিচ্ছি বিচ্ছেদে
যুদ্ধ জয়ে তুমি থাকো
আমি যাই..