আমি বারুদ বুনেছি
আমি বারুদ বুনেছি
আমার হৃদয়ে অলিন্দে
আমার অস্তিত্ব বিপন্ন
প্রতিনিয়ত চুরির আঘাতে
আমার মা-এর শরীর পুড়ছে
ভালো লাস্কাটা ঘরে
আমার বোনের কোচি গাল
আজ বাজারে নিলাম দরে
কিসের এ যন্ত্রণা আমি সহিছি সারক্ষণ
লাসে ছড়া সৌরের মতো
বেইমান প্রজনন..
আমার শিরায় শিরায় রক্তের মিছিল
সংশয় এই প্রাণে
যতো নির্বাচন আজ ভাগাড়ে যাক
আমি জন্ম নেবো আগুনে..
এসো আমরা গড়ি নতুন পৃথিবী এই আশায়
যেখানে মানুষ বাঁচতে চায়,
বাঁধতে চায় ভালোবাসায়
ধ্বংস হোক যতো মানব শত্রু সব
শব্দতার এই গানে
জন্ম নিক নবজাতক…
আমি স্বপ্ন বেঁধেছি
আমার পিস্তলের ট্রিগারে
আমার বালিশে বারুদ
আমার ঘুম নেই দু-চোখে
আমি বিষ ঢেলেছি
আমার প্রেমিকার বুক জুড়ে
আমি কসাই সেজে নিজের মাংস
বিক্রি করেছি বাজারে
কিসের এ যন্ত্রণা আমার নিষ্ঠুর শরীরে
আজো শুনি স্পষ্ট গগণি
প্রতিবন্ধকতার বিচারে..
আমি বিশ্বাসঘাতক দাঁতের বিষে
কতো মানুষ মেরেছি
আমার ঝোলসানো প্রাণের বারুদ বাগানে
একটা বিপ্লব দেখেছি..
এসো আমরা গড়ি নতুন পৃথিবী এই আশায়
যেখানে মানুষ বাঁচতে চায়,
বাঁধতে চায় ভালোবাসায়
ধ্বংস হোক যতো মানব শত্রু সব
শব্দতার এই গানে
জন্ম নিক নবজাতক…