আমি দেখেছি তোমাকে ভেজা জানালার কাঁচে – Minar Rahman
আমি দেখেছি
তোমাকে
ভেজা জানালার কাঁচে
আর চেয়েছি
তোমাকে
এক রঙিন
শহরে (x২)
তুমি এসে আমায় কাঁদাও
সব ভুলে
কোথায় হারাও
দূর পথের
ডাকে..
আর পারি
না পারি
না ভুলতে,
তোমাকে
আর পারি
না পারি
না সইতে,
নিজেকে
তুমি হারিয়ে কবে, কবে
তুমি হারিয়ে কবে, কবে
তুমি দাওনি তো সাড়া
আমি তাই দিশেহারা
মন শোনেনি কো
বারণ
জানি না কোন সে কারণ (x২)
তুমি এসে আমায় কাঁদাও
সব ভুলে
কোথায় হারাও
দূর পথের
বাঁকে..
আর পারি
না পারি
না সইতে,
নিজেকে
আর পারি
না পারি
না ভুলতে,
তোমাকে
তুমি হারিয়ে কবে, কবে
তুমি হারিয়ে কবে, কবে
আমি দেখেছি
তোমাকে
ভেজা জানালার কাঁচে
আর চেয়েছি
তোমাকে
এক রঙিন
শহরে।