আমি কেন ভোরের তারার গান গাইছি আবার
জানি না কোন ঘুমের শেষে
তুমি আমার দিকে তাকাও
আমি দু-চোখ বুজে ভাবি
এক নিমিষে অন্ধকার [x২]
আমি কেন নতুন তারার গান গাইছি আবার
আমি কেন ভোরের তারার গান গাইছি আবার
আমি কেন নতুন তারার গান গাইছি আবার
আমি কেন ভোরের তারার গান গাইছি আবার
তার আগে বলো তুমি
তোমার রঙে ছুঁবে আমায়
ভেতর থেকে ডেকে নিয়ে
তোমার সুরে গেঁথো আমায় বেঁধো আমায়
আমি কেন নতুন তারার গান গাইছি আবার
আমি কেন ভোরের তারার গান গাইছি আবার [x২]
এখন থেকে ফেরার পথে
নতুন নামে ডেকো আমায়
অনেক-রকম মুখের ভিড়ে
চেনা উৎসবে খুঁজো আমায় বুঝো আমায়
আমি কেন নতুন তারার গান গাইছি আবার
আমি কেন ভোরের তারার গান গাইছি আবার [x২]
জানি না কোন ঘুমের শেষে
তুমি আমার দিকে তাকাও
আমি দু-চোখ বুজে ভাবি
এক নিমিষে অন্ধকার
আমি কেন নতুন তারার গান গাইছি আবার
আমি কেন ভোরের তারার গান গাইছি আবার [x২]