আমার শহর কলকাতা – Ujjaini Mukherjee
ব্যস্ত শহর মাঝে ঘুরছে ঘড়ির কাটা
ওঠা-পড়া নিয়ে গড়া এ জীবনটা
ঝলছে নিভছে নীয়ন-এরের মায়া জাল
কে কি ভাবে চলে সবি দাবার চাল
তবু চলতে হবে চলার নাম জীবন হয়
হেঁটে যেতে হবে বাহাদুর বাঁচার দায়
জুড়বে ভাঙবে তবু চলা থামবে না
রাতের এই মোরিচিকা জানি পিছু ছাড়বে না
আমার শহর এ কলকাতা
মায়ার শহর কলকাতা
হেরে যাওয়া সব জীবনের পথ
ফেরার শহর কলকাতা
ধুয়া-ধুয়া সে স্বপ্নগুলো
ফের কি ভাবে মিশে গেলো
খুঁজে পাবে কি সে তার ঠিকানা
মন কেন আজ যায় আশকারা
আধো ঘুমেও দিচ্ছে সারা
বলছে তোর আজ উড়তে নেই মানা
আজ নেই তাল-বাহানা
মেলে ইচ্ছে দানা
মায়াবী এ রাতে গা ভাসা (x2)
আমার শহর কলকাতা
মায়ার শহর কলকাতা
হেরে যাওয়া সব জীবনের পথ
ফেরার শহর কলকাতা (x3)