আমার শহর কলকাতা
রাষ্ট্রের রানওয়ে তোমার দিকে ছুটে যাবে
হৃদয় ওয়ান ওয়ে বার
আলোর ফেকাশে আকাশ ছুঁয়ে রেখে
ভুলি নিজেকে নিজে বার-বার [x২]
তিল্লোতামা.. প্রিয়তমা..
ও হো আমার শহর – কলকাতা..
নদীর জলে ছড়িয়ে থাকা
শহর আমার কলকাতা
ফুটবল নিয়ে টিকা-টিপ্পনি যা-টা
রব-বার মানে আয়েশ করে চা
মাছের বাজার ভিড়ে থাকা
ময়দানে হাতে হাত আ হা..
তিল্লোতামা.. প্রিয়তমা..
ও হো আমার শহর.. কলকাতা..
গঙ্গা-শালিকের ডাকে ঘুম ভাঙে
আর মায়ের আদল
ধান-শিরি নদী বয়ে যায় বুকের ভেতর
রাত জাগা তারা মুখ ঢাকে
হয়ে সুখের চাদর.. মনে
ভিড় করে চেনা ছবি, সরছে পাথর..
কব্ব কথা, বলা না বলা
রইল তোমার কাছে আমার শহর কলকাতা
কলকাতা.. কলকাতা..