আমার প্রেম – Sukhwinder Singh & Dev Sen
ঝরো তোলা বুকের মাঝে
এই নিশ্বাসে যে সুর বাজে
কাল বেলা অশনি ছায়া
কাল বেলা অশনি ছায়া
একটা পথ যেতে যেতে
ও-জুড়ে মন হারাতে
চায়ে মন আগুনের ছোঁয়া
চায়ে মন আগুনের ছোঁয়া
আমার প্রেম, আমার প্রেম, আমার প্রেম
আমার প্রেম.. আমার প্রেম…
হা ক্লান্তো দিনের শেষে
একাকি নিরুদ্দেশে…
ক্লান্তো দিনের শেষে, আমার প্রেম
একাকি নিরুদ্দেশে…
আমার প্রেম, আমার প্রেম, আমার প্রেম
সঙ্গী খুঁজে ফেরার
এই মনে করা নারার
আমার প্রেম… আমার প্রেম..
আমার প্রেম…